ওড়িষ্যায় খুন মুর্শিদাবাদের যুবক, মায়ের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিল রাজ্য


মুর্শিদাবাদ:ওড়িষ্যায় কাজ করতে গিয়ে খুন হওয়া মুর্শিদাবাদের যুবক জুয়েল রানার পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। সোমবার জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান নিহত জুয়েল রানার মায়ের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ওড়িষ্যার সম্বলপুরে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিজেপি-সমর্থিত দুষ্কৃতীদের হাতে নির্মমভাবে খুন হন সুতি বিধানসভার চক বাহাদুরপুর গ্রামের বাসিন্দা যুবক জুয়েল রানা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
জুয়েল রানার অকালপ্রয়াণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে ২ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করেন। পাশাপাশি গত ১ জানুয়ারি জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান নিহতের পরিবারের সঙ্গে দেখা করে অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদান করেন এবং পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দেন।
সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার জুয়েল রানার মাকে সরকারি চাকরি দেওয়া হলো। সাংসদ খলিলুর রহমান জানান, আগামী বুধবার জুয়েল রানার মা সুতির বিএলআরও (B.L.R.O) অফিসে কাজে যোগ দেবেন।
রাজ্য সরকারের এই উদ্যোগে শোকাহত পরিবারের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন