খুন মামলায় রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল


খুন মামলায় রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল।




ডিজিটাল ডেস্ক : স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলাকে অপহরণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা বহাল রাখল বিধান নগর মহকুমা আদালত। গত ২৬ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। আদালতের বেঁধে দেওয়া সময়সীমা পেরিয়ে যাওয়ার পর শুক্রবার এই মামলার শুনানি হয়।
সরকার পক্ষের আইনজীবী আদালতকে জানান, অভিযুক্ত বিডিওর উত্তরবঙ্গের তিনটি ঠিকানায় তল্লাশি চালানো হলেও তাঁর খোঁজ মেলেনি। প্রতিটি বাড়িই তালাবদ্ধ অবস্থায় ছিল। সেই প্রেক্ষিতেই আদালত প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল রাখার নির্দেশ দেয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন