শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক সংঘাত, গড়বেতায় উত্তপ্ত পরিস্থিতি


,পশ্চিম মেদিনীপুর, ১১ জানুয়ারি ২০২৫:
শনিবার রাত সাড়ে আটটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার অন্তর্গত চন্দ্রকোনা রোড এলাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়কে ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালায়। যদিও তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছে বিরোধী দলনেতার নিরাপত্তারক্ষীরাই।
পুরুলিয়ায় একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে ফেরার পথে বাঁকুড়া হয়ে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা তিন নম্বর ব্লকের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের বিলাগ্রামে পৌঁছন শুভেন্দু অধিকারী। গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে তাঁকে স্বাগত জানাতে জড়ো হন বিজেপি কর্মীরা। সেই সময় পাশেই উপস্থিত তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ দুই পক্ষকে আলাদা করে বিরোধী দলনেতার কনভয়কে দ্রুত বের করে দেওয়ার চেষ্টা করে। অভিযোগ, সেই সময় সিআরপিএফ জওয়ানের ধাক্কায় বিজেপি নেতা গৌতম কৌড়ী আহত হন। ধাক্কাধাক্কির মধ্যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান মনি কাঞ্চন রায় মাটিতে পড়ে যান।
এরপর আচমকাই শুভেন্দু অধিকারী কনভয় ঘুরিয়ে স্থানীয় পুলিশ বীট হাউসের ভিতরে ঢুকে পড়েন এবং রাত ৮টা ৫০ মিনিট থেকে রাত ১টা ১০ মিনিট পর্যন্ত সেখানেই অবস্থান বিক্ষোভ করেন। তিনি একাধিক তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাকে ঘিরে পুলিশের উপর চাপ বাড়তে থাকে।
এদিকে, বিভিন্ন ভিডিও ফুটেজে বিরোধী দলনেতার নিরাপত্তারক্ষীদের হাতে এক ব্যক্তিকে মারধরের দৃশ্য সামনে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি বিজেপি নেতা গৌতম কৌড়ী। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
উল্লেখযোগ্যভাবে, গৌতম কৌড়ী গড়বেতা এলাকায় একজন প্রভাবশালী ও জনপ্রিয় বিজেপি নেতা। ২০১৪ সালে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দীপক অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হয়ে রাজনৈতিক মহলে চমক দিয়েছিলেন তিনি। ২০১৮ সালে গড়বেতা তিন নম্বর পঞ্চায়েত সমিতি নির্বাচনে পুলিশ হেফাজত থেকেই ভোটে লড়ে জয়ী হয়ে তাঁর জনপ্রিয়তার প্রমাণ দেন।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গৌতম কৌড়ীর সক্রিয় ভূমিকা আবারও তাঁকে রাজনৈতিক শিরোনামে নিয়ে এসেছে। যদিও বিশ্বস্ত সূত্রের দাবি, আসন্ন নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় এক স্থানীয় হিন্দু নেতার নাম উঠে আসতে পারে। বড় মাপের ব্যবসায়ী সহ একাধিক নেতা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। শেষ পর্যন্ত গৌতম কৌড়ী প্রার্থী হন কিনা, তা সময়ই বলবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন