জলপাইগুড়িতে ব্রাউন সুগার পাচারের অভিযোগে তিন মহিলা-সহ পাঁচজন গ্রেফতার, উদ্ধার প্রায় ১০০ গ্রাম মাদক
জলপাইগুড়িতে মাদক পাচারের অভিযোগে তিন মহিলা-সহ পাঁচজন গ্রেফতার
জলপাইগুড়ি:জলপাইগুড়িতে মাদক পাচার করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল তিন মহিলা-সহ মোট পাঁচজন। ধৃতদের মধ্যে দু’জন নাবালক রয়েছে। তাদের কাছ থেকে প্রায় ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে জলপাইগুড়ি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)।
শনিবার বিকেলে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে অতর্কিতে অভিযান চালায় SOG। হাত বদলের আগেই মাদক-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।
জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানান, ধৃতদের মধ্যে দু’জন ইসলামপুরের বাসিন্দা এবং বাকি তিনজন স্থানীয়। রবিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে।