পুনরায় বেলাকোবা রেশনের দোকানে দুর্নীতি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন রেশন ডিলার



 বেলাকোবা 15 মে: শনিবার  রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের বেলাকোবা আবারও দেখা গেল  একাধিক দোকানে রেশন দুর্নীতি  ।  এমনই অভিযোগ করলেন গ্রাহকেরা ।  শনিবার  হাই স্কুল রোডের পাশে রেশন দোকানের ডিলার সুদীপ চন্দ    কে হাতেনাতে ধরলেন গ্রাহকেরা।  ঘটনাস্থলে খবর পেয়ে বেলাকোবা পুলিশ ফাঁড়ির পুলিশ আসে । শনিবার রেশন দোকান গুলোতে কেরোসিন তেল  যেখানে  15 টাকা 37 পয়সা  নেওয়ার কথা সেখানে 28 টাকা করে  নিচ্ছেন কেরোসিন তেলের দাম !  অভিযোগ করে  1, মালা  দত্ত 2, চন্দনা রায় 3, সজল কর 4, রতন বিশ্বাস 5 ,মঙ্গল দাস এমনই অভিযোগ করেছেন গ্রাহকেরা বেশ কিছুদিন ধরে  দুর্নীতি করছে রেশন ডিলার।

 
স্থানীয় এক জন  ডিলার বলেন কেরোসিন তেলের দাম 15 টাকা 37 পয়সা  ,যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে খুব খারাপ করেছে।

 ঘটনাস্থলে স্থানীয়  রাজগঞ্জ বিধায়ক  খগেশ্বর রায়  আসেন সংবাদমাধ্যমকে  জানান যে তেলের দাম 28 টাকা নিয়েছে  তবে তিনি ভুল করছেন ।  তিনি আরো বলেন যে রেশন ডিলার ক্ষমা চেয়েছে ।
 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন