আবারো রাজগঞ্জ ব্লকের বেলাকোবায় চার বিজেপি নেতাকে গ্রেপ্তার করল পুলিশ


বেলাকোবা 13মে:  ইলেকট্রিক অফিসে ডেপুটেশন দিতে গিয়ে  চার বিজেপি নেতারা গ্রেপ্তার।  ইলেকট্রিক অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে  বেলাকোবা পুলিশ ফাঁড়ির পুলিশ ।   যেখানে করোনার  প্রকোপে  গোটা দেশসহ  পশ্চিমবঙ্গে ।  সাধারণ মানুষ  ঘরে বসে আছে  হাতে কাজ নেই খাবার জোগাড় করতে পারছে না । সেই সময় বিদ্যুৎ বিল অধিক পরিমাণে আশায়  হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ  । যার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে ছয় মাসের বিদ্যুৎ  বিল মুকুবের দাবিতে  প্লাকার্ড নিয়ে  ইলেকট্রিক অফিসে পৌঁছায় ওই বিজেপি নেতৃত্বরা।  ইলেকট্রিক অফিসে ডেপুটেশন দিয়ে বের হবার সময়  রাজগঞ্জ ব্লকের বেলাকোবা পুলিশ ফাঁড়ির পুলিশ  ভারতীয় জনতা পার্টির  উত্তর মন্ডল যুব মোর্চার  সভাপতি  নিতাই মন্ডল , পঞ্চায়েত সদস্য তপন রায়  ,দক্ষিণ মন্ডল সভাপতি সনাতন ভৌমিক  , দক্ষিণ মন্ডল সাধারন সম্পাদক নিতাই দাস  তাদেরকে গ্রেফতার করে ।          

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন