রাজগঞ্জে বন শুয়োরের হামলায় মৃত্যু ১, আহত ২ | শিকরপুরের ফুলাতিপাড়া গ্রামে আতঙ্ক
রাজগঞ্জ:বন শুয়োরের আকস্মিক হামলায় এক ব্যক্তির মৃত্যু ও আরও দু’জন আহত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জ ব্লকের শিকরপুর গ্রাম পঞ্চায়েতের ফুলাতিপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আনুমানিক একটার নাগাদ আতিয়া ওরাও বাগানে কাজ করার পর একটি লিচু গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় পেছন দিক থেকে আচমকাই একটি বুনো শুয়োর তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। শুয়োরটি প্রথমে আতিয়া ওরাওয়ের পিঠের দিকে কামড় দেয়। গুরুতর জখম অবস্থায় তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করেন।
এরপর বুনো শুয়োরটি ডুকুরি ভিটা কালভার্টের কাছে পৌঁছে আরও দু’জন গ্রামবাসীর উপর আচমকা হামলা চালায়। এতে তাঁরাও গুরুতরভাবে আহত হন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তিনজনকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আতিয়া ওরাওকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর দু’জন আহতের চিকিৎসা চলছে।
ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।