গঙ্গাসাগর মেলা ২০২৬ শুরু ১০ জানুয়ারি, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা সাগরদ্বীপ
গঙ্গাসাগর মেলা ২০২৬, Gangasagar Mela 2026, গঙ্গাসাগর মেলা কবে শুরু, Gangasagar Mela security, সাগরদ্বীপ মেলা, কপিল মুনি আশ্রম, গঙ্গাসাগর মেলা আপডেট, South 24 Parganas news
বিশ্বখ্যাত গঙ্গাসাগর মেলা ২০২৬ শুরু নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল রাজ্য প্রশাসন। প্রাথমিকভাবে ৮ জানুয়ারি মেলা শুরুর কথা থাকলেও, প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে—আগামী ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সূচনা হবে গঙ্গাসাগর মেলা।
মকর সংক্রান্তির পুণ্যস্নানের লগ্ন ঘনিয়ে আসতেই দেশ-বিদেশ থেকে হাজার হাজার পুণ্যার্থী ইতিমধ্যেই সাগরদ্বীপে ভিড় জমাতে শুরু করেছেন। মেলার প্রথম দিন থেকেই কপিল মুনির আশ্রমে পুণ্যার্থীদের ঢল নেমেছে।
গঙ্গাসাগর মেলা নিরাপত্তা ব্যবস্থা
পুণ্যার্থীদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নজিরবিহীন ব্যবস্থা। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, মেলা প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে প্রায় ১৫,০০০ পুলিশকর্মী। পাশাপাশি নিরাপত্তা ও ভিড়ের উপর নজর রাখতে আকাশপথে ওড়ানো হচ্ছে ২০টি ড্রোন।
মেলা প্রাঙ্গণ, কপিল মুনি আশ্রম ও বিভিন্ন জেটিঘাটে বসানো হয়েছে প্রায় ১,২০০টি সিসিটিভি ক্যামেরা। কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলা চত্বর ও যাতায়াতের পথে বসানো হয়েছে শক্তপোক্ত ব্যারিকেড।
পরিবহণ ও স্বাস্থ্য পরিষেবা প্রস্তুত
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে পরিবহণ ও স্বাস্থ্য পরিষেবাও সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। জরুরি পরিস্থিতির মোকাবিলায় মেডিক্যাল টিম ও অ্যাম্বুলেন্স পরিষেবা সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
সব মিলিয়ে, নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্য দিয়েই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা ২০২৬।