রাজগঞ্জে গভীর রাতে চারটি দোকানে চুরি, শীতের মধ্যে চাঞ্চল্য


রাজগঞ্জ:প্রচণ্ড শীত ও গভীর রাতের সুযোগ নিয়ে রাজগঞ্জের পানিকৌরিমোড় এলাকায় পরপর চারটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।



চোরের হানায় ক্ষতিগ্রস্ত দোকানগুলি হল বাসমতি রায়, রতন দেবনাথ, রাজিব রায় ও ঝুরু দেবনাথের। বুধবার সকালে দোকান খুলতে এসে ব্যবসায়ীরা দেখেন দোকানের তালা ভাঙা, কোথাও আবার তিন কাটা অবস্থায় পড়ে রয়েছে। দোকানগুলিতে চুরি করার মতো তেমন মহামূল্যবান কিছু না থাকলেও প্রতিদিনের সঞ্চিত নগদ অর্থ খোয়া গিয়েছে বলে অভিযোগ।
এ বিষয়ে ঝুরু দেবনাথ জানান, রোজকার মতোই মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন। সকালে এসে এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান তাঁরা। তাঁর অভিযোগ, এই এলাকায় ঘনঘন চুরির ঘটনা ঘটেই চলেছে।






ঘটনার পর রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এসে এসেছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন