রাঙাপানিতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের উপর রোড ওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন, উপস্থিত সাংসদ রাজু বিস্তা
রাঙাপানি: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের উপর রোড ওভারব্রিজ নির্মাণের পথে এক ধাপ এগোল রাঙাপানি। সোমবার সেখানে রোড ওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্তা।
অনুষ্ঠানে সাংসদ রাজু বিস্তা বলেন, দীর্ঘদিন ধরেই রাঙাপানি এলাকায় রেললাইন পারাপার নিয়ে সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। এই রোড ওভারব্রিজ নির্মিত হলে যানজট যেমন কমবে, তেমনই যাতায়াত হবে আরও নিরাপদ ও স্বচ্ছন্দ। উন্নয়নের স্বার্থে কেন্দ্র সরকারের সহযোগিতায় দ্রুত এই প্রকল্প বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।
এদিনের অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আধিকারিক এবং বহু এলাকার মানুষ উপস্থিত ছিলেন।