ফুলবাড়িতে SIR আতঙ্কে মৃত ব্যক্তির পরিবারের পাশে কৃষ্ণ দাস
রাজগঞ্জ:এস.আই.আর (SIR) আতঙ্কে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় এক ব্যক্তির আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর বৃহস্পতিবার মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন জলপাইগুড়ি জেলা এসসি ও ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডাবগ্রাম–ফুলবাড়ির কো-অর্ডিনেটর কৃষ্ণ দাস।
এদিন তিনি মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি এই কঠিন সময়ে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন। কৃষ্ণ দাস জানান, এই ধরনের আতঙ্কজনক পরিস্থিতি সমাজে গভীর প্রভাব ফেলছে এবং মানুষের মানসিক স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।