হনুমানের তাড়ায় ছাদ থেকে পড়ে গুরুতর জখম যুবক


করনদীঘি: হনুমানের তাড়ায় ছাদ থেকে পড়ে গুরুতর জখম হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উত্তর দিনাজপুরের করনদীঘি হাসপাতাল পাড়া এলাকায়। জখম যুবকের নাম অভিরুপ চক্রবর্তী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে করনদীঘি ও সংলগ্ন এলাকায় একটি হনুমানের উপদ্রব লক্ষ্য করা যাচ্ছিল। মঙ্গলবার বিকেলে করনদীঘি হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় হনুমানটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। সেই সময় দীপঙ্কর চক্রবর্তীর বাড়ির ছাদে বসেছিলেন অভিরুপ। আচমকাই হনুমানটি ছাদে উঠে তাঁকে তাড়া করলে ভারসাম্য হারিয়ে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি।
চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন প্রতিবেশীরা। গুরুতর আহত অবস্থায় অভিরুপকে উদ্ধার করে প্রথমে করনদীঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে বনদপ্তর যেন হস্তক্ষেপ করে হনুমানটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং বনে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন