মান্দাদারি হাই স্কুলে ১০০ পড়ুয়াকে সবুজ সাথীর সাইকেল বিতরণ


রাজগঞ্জ:শনিবার মান্দাদারি হাই স্কুলে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্প-এর আওতায় নবম শ্রেণির ১০০ জন ছাত্রছাত্রীর মধ্যে সাইকেল বিতরণ করা হয়। বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়।
সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, এলাকার প্রধান অর্চনা রায়, সর্বাণী ধারা, সমাজসেবী মোশারফ আলী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক খগেশ্বর রায় বলেন, সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের স্কুলে আসা-যাওয়া আরও সহজ হবে। এর ফলে পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়বে এবং ঝরে পড়া রোধ করা সম্ভব হবে।
সাইকেল পেয়ে নবম শ্রেণির ছাত্রছাত্রীরা খুশি ও উচ্ছ্বসিত বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন