রাজগঞ্জে সরকারি ব্যাংকের সিএসপি বন্ধ, লক্ষাধিক টাকা নিয়ে উধাও শাখা কর্তৃপক্ষ
রাজগঞ্জ:ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে গিয়ে প্রতারণার শিকার হলেন গ্রামবাসীরা। এমনই চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি রেলস্টেশন সংলগ্ন এলাকায়। অভিযোগ, একটি সরকারি ব্যাংকের সিএসপি শাখায় টাকা জমা রেখে এখন বিপাকে পড়েছেন বহু মহিলা ও পুরুষ গ্রাহক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমবাড়ি এলাকার বাসিন্দারা ওই সিএসপি শাখায় ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিয়মিত টাকা জমা করছিলেন। কিন্তু প্রায় তিন মাস আগে হঠাৎ করেই শাখাটি বন্ধ হয়ে যায়। এরপর থেকেই শাখার মালিকদের খোঁজ মিলছে না। অভিযোগ, গ্রাহকদের জমা করা বিপুল পরিমাণ টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন তারা।
এই ঘটনায় চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। সোমবার ক্ষতিগ্রস্ত গ্রাহকদের একাংশ বেলাকোবা এলাকার সংশ্লিষ্ট সরকারি ব্যাংকে গিয়ে শাখা ম্যানেজারের হাতে একটি লিখিত গণ পিটিশন জমা দেন। ওই পিটিশনে ৪৪ জন গ্রাহকের স্বাক্ষর রয়েছে।
এক মহিলা গ্রাহক প্রতিমা রায়, কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, “মেয়ের বিয়ের জন্য নিজের জমি বিক্রি করে ওই সিএসপি শাখায় ৮ লক্ষ টাকা জমা রেখেছিলাম। এখন শাখা বন্ধ, টাকা কোথায় গেল কিছুই বুঝতে পারছি না। আমার মতো আরও অনেক মহিলার একই অবস্থা। আরও গ্রাহক মীরা রায় বলেন ব্যাংকে গিয়ে দেখি আমার একাউন্টে টাকা নেই । আমার একাউন্টে ৫ লক্ষ টাকা ছিল।কি করবো বুঝে উঠতে পারছি না সেই কারণে আজকে বেলাকোবা এই সরকার ব্যাংকে আছে।
এ বিষয়ে বেলাকোবা স্টেট ব্যাংকের ম্যানেজার নিলক্ষ রায় জানান, গ্রাহকেরা একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তবে এখনো পর্যন্ত তারা থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। টাকার পরিমাণ বলতে পারছি না কারণ তারা কোন কাগজপত্র জমা করেনি।গ্রাহকেরা প্রশাসনের দ্বারস্থ হলে ব্যাংকের পক্ষ থেকে নিয়ম মেনে যতটা সম্ভব সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন তিনি। আর এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।
ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা।
এ বিষয়ে আমারই সরকারি ব্যাংকের শাখার মালিক রাজেশ রায় ,বলেন আমার শাখায় কাজ করা তিনজন স্টাফ এই কান্ড করেছে। সব মিলিয়ে১৮ লক্ষ টাকা ৪০ জন গ্রাহক পাবে। ব্যাংকের সঙ্গে কথা বলা হয়েছে, এই গ্রাহকদের টাকা কিভাবে ফেরত দেওয়া যায় তা নিয়ে আলোচনা চলছে।