শীতের আমেজে কচিকাঁচাদের বনভোজন, রাতে তাবু খাটিয়ে আনন্দঘন উৎসব


উত্তর দিনাজপুর: ডিসেম্বরের শেষ প্রান্তে জাঁকিয়ে বসেছে শীত। তারই মাঝে শুরু হয়ে গিয়েছে বনভোজনের মরশুম। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এলাকায় কচিকাঁচাদের নিয়ে আনন্দঘন বনভোজনে মেতে উঠলেন স্থানীয় বাসিন্দারা।



শীতের আমেজ উপভোগ করতে শিশুদের নিয়ে খোলা প্রকৃতির মাঝে বনভোজনের আয়োজন করা হয়। রাতে তাবু খাটিয়ে সেখানে থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হয়। দলবেঁধে গান, খেলা ও নানা বিনোদনমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে কচিকাঁচাদের আনন্দ ছিল চোখে পড়ার মতো।

   

বনভোজনের উদ্যোক্তা জানান ভেবেছিলাম এ বছর প্রথম পিকনিক করবো সকল আপনজনের সঙ্গে সেই কারণে প্রচন্ড শীত। তো কি হয়েছে হঠাৎ করেই তাদের পিকনিরের আয়োজন করা হয়েছে। দেশি মুরগির মাংস, পাপড় ভাজা ,বেগুন ভাজা টিফিনে ছিল চা, ব্রেড। পরিবারের সকলের সঙ্গে পিকনিকের আনন্দই আলাদা।


শীতের মরশুমে এমন বনভোজন শিশুদের জন্য যেমন আনন্দের, তেমনই প্রকৃতির সঙ্গে তাদের পরিচয় ঘটানোর এক সুন্দর উদ্যোগ বলেই মনে করছেন ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন