সেভেন সিস্টার দখলের হুংকারের মাঝেই সীমান্তে সেনার শক্তি প্রদর্শন, বালুরঘাটে কার্যত সেনা মেলা


বালুরঘাট: বাংলাদেশের উগ্র মৌলবাদী শক্তির তরফে ভারতের ‘সেভেন সিস্টার’ দখলের হুংকার যখন জাতীয় স্তরে চর্চায়, ঠিক সেই সময় সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে চোখে পড়ল ভারতীয় সেনাবাহিনীর শক্তি ও সক্ষমতার দৃশ্যমান প্রদর্শন।




২১ ও ২২ ডিসেম্বর দু’দিন ধরে বালুরঘাটে অনুষ্ঠিত হল ভারতীয় সেনার মহড়া ও প্রদর্শনী কর্মসূচি—‘স্বশক্ত সেনা, বিকশিত ভারত’। কার্যত সেনা মেলায় পরিণত হয় এই অনুষ্ঠান।




এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার, বিধায়ক বুধরাই টুডু, বিধায়ক সত্যেন রায়-সহ জেলা প্রশাসনের আধিকারিক ও সেনাবাহিনীর শীর্ষ কর্তারা। অনুষ্ঠানে সেনাবাহিনীর ব্যবহৃত একাধিক আধুনিক অস্ত্র ও প্রযুক্তির প্রদর্শন করা হয়। এর মধ্যে ছিল ১৫৫ মিমি নোগ্রাস কামান, এল-৭০ এয়ার ডিফেন্স রাডার, ১৩০ মিমি এম-৪৬ গানার। পাশাপাশি ড্রোন এবং রোবট কুকুরের মতো অত্যাধুনিক প্রযুক্তিও সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।




শুধু অস্ত্র প্রদর্শনেই সীমাবদ্ধ থাকেনি অনুষ্ঠান। কুমায়ুন, গোরখা ও মারাঠা রেজিমেন্টের সেনা সদস্যদের সাংস্কৃতিক পরিবেশনা, ভাঙড়া নৃত্য, শারীরিক কসরত এবং আর্মি ডগদের কৌশল প্রদর্শন দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই কর্মসূচিতে উপচে পড়ে জনসমাগম।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. সুকান্ত মজুমদার বলেন, এই ধরনের কর্মসূচির মাধ্যমে সেনাবাহিনীর শক্তি ও সক্ষমতার পাশাপাশি যুবসমাজকে সেনায় যোগদানে উৎসাহিত করা হচ্ছে। সীমান্ত শহর বালুরঘাটে এই শক্তি প্রদর্শনে দক্ষিণ দিনাজপুরবাসীর মধ্যে নতুন উদ্দীপনা ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে বলে মত প্রশাসনের।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন