Sitai Police Seize 102 Kg Ganja, One Arrested in Late-Night Operation
সিতাই থানার অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার
কোচবিহার: গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে গভীর রাতে বড়সড় সাফল্য পেল সিতাই থানার পুলিশ। শনিবার গভীর রাতে কোচবিহার জেলা পুলিশের সিতাই থানার অন্তর্গত বারোবাংলা চর এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ১০২ কেজি গাঁজা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিটিকে গ্রেফতার করে তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সিতাই থানার পুলিশ। উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।