উত্তরবঙ্গ-দক্ষিণ ভারত সরাসরি! বড়দিনের আগে সুখবর, দুটি অমৃত ভারত এক্সপ্রেস চালানোর দাবি


জলপাইগুড়ি: উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে নতুন উদ্যোগ নিলেন জলপাইগুড়ির সাংসদ ডা. জয়ন্ত রায়। তিনি রেলমন্ত্রীর কাছে আবেদন করেছেন নিউ আলিপুরদুয়ার–মুম্বাই ও নিউ আলিপুরদুয়ার–বেঙ্গালুরু রুটে দুটি অমৃত ভারত এক্সপ্রেস চালানোর জন্য।
উন্নত চিকিৎসা, চাকরি ও উচ্চশিক্ষার জন্য জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুরদুয়ার জেলার মানুষ নিয়মিত দক্ষিণ ভারতের বড় শহরে যাতায়াত করেন। কিন্তু সীমিত সরাসরি রেল সংযোগের কারণে যাত্রীরা নিয়মিত ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।
প্রস্তাবিত প্রথম ট্রেনটি নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড ও নিউ জলপাইগুড়ি (এনজেপি) হয়ে মুম্বাইয়ের লোকমান্য তিলক টার্মিনাস পর্যন্ত চলবে। দ্বিতীয় ট্রেনটি একই রুটের মাধ্যমে বেঙ্গালুরু পৌঁছাবে।


ডা. জয়ন্ত রায় জানিয়েছেন, বর্তমানে যেসব ট্রেন চলাচল করছে, সেখানে অধিকাংশ সময় টিকিট পাওয়া যায় না। দীর্ঘ অপেক্ষার তালিকা ও অতিরিক্ত ভিড় সাধারণ মানুষ, রোগী ও কর্মজীবীদের দুর্ভোগ বাড়াচ্ছে।




কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সমস্যাটি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। নতুন ট্রেন চালু হলে উত্তরবঙ্গবাসীর যাতায়াত অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন সাধারণ মানুষ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন