মাদক বিরোধী অভিযানে বাজিমাত রানীনগর থানার, উদ্ধার ১০৩২ বোতল সিরাপ


রানীনগর: মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল রানীনগর থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শেখপাড়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের পরিকল্পনা করা হয়েছে—এমন গোপন খবর আসে রানীনগর থানায়। সেই খবরের ভিত্তিতে একটি বিশেষ পুলিশ দল সেখানে ওত পেতে থাকে। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় মোট ১০৩২ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ কাশির সিরাপ সীমান্ত এলাকায় পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন