জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের স্থায়ী ভবনের উদ্বোধন ১৭ জানুয়ারি, প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রধান বিচারপতি


জলপাইগুড়ি: জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের স্থায়ী ভবনের উদ্বোধন ১৭ জানুয়ারি, প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রধান বিচারপতি
জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের স্থায়ী ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে আগামী ১৭ জানুয়ারি। উদ্বোধনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। শনিবার স্থায়ী ভবন পরিদর্শনে আসেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।


২০১৯ সাল থেকে জলপাইগুড়িতে অস্থায়ী পরিকাঠামোয় কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ পরিচালিত হয়ে আসছে। একই সময়ে পাহাড়পুর এলাকায় স্থায়ী ভবনের নির্মাণকাজ শুরু হয়। বর্তমানে সেই কাজ প্রায় সম্পূর্ণ, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা।
উদ্বোধনের আগে সার্বিক প্রস্তুতি ও পরিকাঠামোগত বিষয় খতিয়ে দেখতে প্রধান বিচারপতির সঙ্গে উপস্থিত ছিলেন হাইকোর্টের প্রতিনিধি দল। পরিদর্শনের সময় জলপাইগুড়ি জেলা প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

স্থায়ী ভবন ঘুরে দেখার পাশাপাশি প্রধান বিচারপতি জলপাইগুড়ি শহরের স্টেশন রোডে অবস্থিত অস্থায়ী ভবনে চলা সার্কিট বেঞ্চও পরিদর্শন করেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন