রাজগঞ্জে সরকারি বাসের পেছনে বাইকের ধাক্কা, গুরুতর আহত দুই আরোহী
রাজগঞ্জ:শিলিগুড়ি–জলপাইগুড়ি জাতীয় সড়কে রাজগঞ্জের বলাইগছে এলাকায় বৃহস্পতিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। সরকারি বাসের পেছনে সজোরে ধাক্কা মারে একটি মোটরবাইক। এই ঘটনায় বাইকে থাকা দুই আরোহী গুরুতর জখম হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বলাইগছে কলেজ মোড়ে সব ধরনের বাসের নির্ধারিত স্টপেজ রয়েছে। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি থেকে জলপাইগুড়িগামী একটি সরকারি বাস কলেজ মোড়ে দাঁড়ালে পিছন দিক থেকে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পিছনে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাইক আরোহীরা রাস্তায় ছিটকে পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। আহতদের পরিচয় এখনও জানা যায়নি। তবে দুর্ঘটনাগ্রস্ত বাইকের নম্বর WB74 AS 6251 বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ বাস ও বাইক দুটি নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।