দক্ষিণ দিনাজপুরে প্রথমবার “সশক্ত সেনা সমৃদ্ধ ভারত” অনুষ্ঠান, যুবসমাজে সেনাশক্তির গর্ব জাগানোর আহ্বান


দক্ষিণ দিনাজপুর: জেলার ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে “সশক্ত সেনা সমৃদ্ধ ভারত” অনুষ্ঠান। আগামী ২১ ও ২২ ডিসেম্বর, প্রতিদিন সকাল ১০টা থেকে বালুরঘাট স্টেডিয়ামে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, সেনাবাহিনীর সক্ষমতা ও জাতীয় নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষ, বিশেষত যুবসমাজের মধ্যে সচেতনতা ও গর্ববোধ সৃষ্টি করা। বিভিন্ন প্রদর্শনী, তথ্যভিত্তিক উপস্থাপনা এবং দেশাত্মবোধক কার্যক্রমের মাধ্যমে সেনাশক্তির গুরুত্ব তুলে ধরা হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী ও বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ড. সুকান্ত মজুমদার। আয়োজকেরা জেলার সর্বস্তরের মানুষকে এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন