উত্তরবঙ্গের আকাশে আগুনের গোলা! বিকট শব্দে কেঁপে উঠল জলপাইগুড়ি–শিলিগুড়ি—কী সেই রহস্য?
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ি র আকাশে রহস্য আলো।উল্কার মতো এক আলোর মালার সন্ধ্যার আকাশ উজ্বল করে মিলিয়ে যাওয়ার ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি জেলা জুড়ে। ধূপগুড়ি, ময়নাগুড়ি, সদর, রাজগঞ্জ ব্লকের বাসিন্দাদের একটা বড় অংশের দাবি সাতটা বাজার কিছু সময় আগে অন্ধকার আকাশ ভেদ করে মিলিয়ে যায় এক উজ্বল আলোর রেখা। প্রবল ঝাকুনি ও অনুভব হয়।কেউ কেউ আবার আলোক বৃত্ত কে মাটিতে পড়তে দেখেছেন বলে দাবি করেন। সমাজ মাধ্যমে বেশ কিছু ছবিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে পুলিশ মহলেও চাঞ্চল্য ছড়ায়।যদিও জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান,জেলার সমস্ত থানাকে খোঁজ নিতে বলা হয়েছে। কোথাও কিছু পড়েছে বলে খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির ও খবর নেই।