উত্তর দিনাজপুরে টোটো–বাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত পাঁচ
উত্তর দিনাজপুর: টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন পাঁচজন। বৃহস্পতিবার রাতে উত্তর দিনাজপুর জেলার করনদীঘি থানার অন্তর্গত সোহার মোড় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকোরহাটে কাপড়ের দোকান করে টোটোয় চেপে বাড়ি ফিরছিলেন বড়োসোহার গ্রামের বাসিন্দা কবীর আলি। টোটোটি চালাচ্ছিলেন সোহার গ্রামের বাসিন্দা সাকির আলম। অভিযোগ, সোহার মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর পথচলতি মানুষজন দ্রুত আহতদের উদ্ধার করে করনদীঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক টোটোযাত্রী কবীর আলির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। একই দুর্ঘটনায় গুরুতর আহত গোপালপুর হলদিবাড়ি গ্রামের বাসিন্দা রামজান ও মিজানুরকেও উন্নত চিকিৎসার জন্য রায়গঞ্জে পাঠানো হয়েছে।
অন্যদিকে, আহত টোটোচালক সাকির আলম ও বাইক আরোহী নুর সাহিদকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে করনদীঘি থানার পুলিশ।