স্কুলের ছাত্রের মাকে নিয়ে উধাও শিক্ষক!
বাঁকুড়া:আগে থেকেই কানাঘুষো চলছিল। শেষে সেই অভিযোগই সত্যি হলো—স্কুলের ছাত্রের মায়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন শিক্ষক, আর সেই মহিলাকে নিয়েই উধাও! আর এই চাঞ্চল্যকর ঘটনার জেরে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার সিমলাপাল ব্লকের লক্ষণপুর সম্মিলনী Yaggagga usiaguag I got up from the g gg gg gg gulos a little and sat down with my hiju and ujugizg I am iggizke I am what else is disgusting ee।
সোমবার সকালে স্কুল খুলতেই দশম শ্রেণির ছাত্রছাত্রীদের হাতে লেখা পোস্টার নিয়ে বিক্ষোভে ফেটে পড়তে দেখা যায়। পোস্টারে লেখা—
“বরুণ স্যার ফিরিয়ে দাও! শিক্ষকের অনৈতিকতা মানি না!”
এরপর স্কুলের অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রীরাও বিক্ষোভে যোগ দেয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হতে থাকায় খবর দেওয়া হয় পুলিশে। সিমলাপাল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশোভন চক্রবর্তী জানান,
“ছাত্ররা পোস্টার নিয়ে বিক্ষোভ করছিল। অভিযোগ করেছে বরুণ মণ্ডল নামের আইসিটি ইন্সট্রাক্টর ছাত্রের মাকেই নিয়ে পালিয়েছেন। বিষয়টি অত্যন্ত গুরুতর, তাই পুলিশকে জানিয়েছি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রের মায়ের সঙ্গে বরুণ মণ্ডলের ঘনিষ্ঠতা নিয়ে আগে থেকেই গুঞ্জন ছিল। রবিবার রাত থেকেই মহিলাটি এবং ওই শিক্ষক নিখোঁজ।
এক ছাত্রের প্রশ্ন—
“যে স্যার ছাত্রের মাকেই নিয়ে পালায়, তিনি আবার আমাদের কী শেখাবেন?”
অভিভাবকদের কথায়, এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক, দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
অভিযুক্ত শিক্ষক বরুণ মণ্ডলের ফোন বন্ধ, বাড়িতেও কাউকে পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।