রাজগঞ্জের আমবাড়ি সাহেবপাড়ায় নতুন পাকা রাস্তা নির্মাণের শিলান্যাস
রাজগঞ্জ:রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি সাহেবপাড়া এলাকায় নতুন পাকা রাস্তা নির্মাণের শিলান্যাস করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। সোমবার এই রাস্তা তৈরির কাজের আনুষ্ঠানিক সূচনা হয়। পঞ্চায়েতের আর্থিক সহায়তায় প্রায় ৭ লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ করা হবে বলে জানা গেছে।
শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুউদ্দিন আহমেদ, অঞ্চল সভাপতি তুষার কান্তি দত্ত, পঞ্চায়েত সদস্যা ভবানী শংকর রায়, গৌতম রায় সহ স্থানীয় বিশিষ্টজনেরা।
এদিন বিধায়ক খগেশ্বর রায় বলেন এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি আজ পূরণ হলো। রাস্তার কাজ শুরু হওয়ায় বহু গ্রামবাসী উপকৃত হবেন।