বিজেপি সদস্যার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ: অন্যকে বাবা সাজিয়ে SIR তালিকায় নাম তোলার চেষ্টা!
বনগাঁ: বিজেপি সদস্যার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ: অন্যকে বাবা সাজিয়ে SIR তালিকায় নাম তোলার চেষ্টা!
আর মাত্র কয়েকদিন বাকি SIR এমুনারেশন ফরম জমা দেওয়ার শেষ তারিখ। তার আগেই বনগাঁ ব্লকের ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের সবাইপুর ৯৫/৬৮ বুথের বিজেপি সদস্যা মমতা মণ্ডলের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। অভিযোগ, তিনি নিজের জা-এর বাবাকে ‘বাবা’ হিসেবে দেখিয়ে SIR তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছেন। এই অভিযোগের ভিত্তিতেই তৃণমূল কর্মীরা সরাসরি মহকুমা শাসকের দফতরে অভিযোগ জানাতে পৌঁছন।
তৃণমূল কর্মী ইমরান মণ্ডল জানান, “আমরা BLA-2-এর কাছ থেকে জানতে পারি, মমতা মণ্ডল তার জা-এর বাবা, পানচিতার বাসিন্দা গৌরাঙ্গ চৌধুরীকে নিজের বাবা সাজিয়ে ফরম জমা করেছেন। তিনি মালাকার পরিবারের লোক। তার সদস্যপদ অবিলম্বে খারিজ করা হোক এবং ভোটার তালিকা থেকেও বাদ দেওয়া হোক।”
অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে মমতা দেবী বলেন, “আমি বিজেপি সদস্য। তাই বিরোধী দলের চক্রান্তে আমাকে টার্গেট করা হচ্ছে। আমার ২০০২ সালের তালিকায় নাম না থাকলেও বাবার পরিচয় সঠিক। পঞ্চায়েতে আমাকে কাজ করতে দেওয়া হয় না। বিরোধী বলেই আমাকে অবমূল্যায়ন করা হয়।”
ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেতা তাপস মণ্ডল আরও অভিযোগ করেন, “মমতা মণ্ডল অন্য একজনকে বাবা সাজিয়ে SIR ফরম পূরণ করেছেন। অন্য পরিচয় দিয়ে ম্যাপিং করার চেষ্টা চলছে।”
অন্যদিকে, বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়ে জানান, “মমতা মণ্ডল ঠিক কি না, তা SIR-ই প্রমাণ করবে। আপত্তি করেছে তৃণমূল, তাই তাদের নাক না গলানোই ভালো। বিজেপি অসৎ কাজ করে না—এটা বিজেপির সংস্কৃতি নয়।”