জুবিন গর্গ মৃত্যু মামলায় SIT-এর চার্জশিট, খুনের ইঙ্গিত—আদালতে জমা সাড়ে তিন হাজার পাতার নথি


গুয়াহাটি:সংগীতশিল্পী জুবিন গর্গের মৃত্যু সংক্রান্ত মামলায় তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করল বিশেষ তদন্তকারী দল (SIT)। শুক্রবার গুয়াহাটির কামরূপ মহানগর জেলার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে প্রায় সাড়ে তিন হাজার পাতার চার্জশিট জমা পড়ে। চার্জশিটে প্রায় ৩০০ জনের স্বাক্ষ্যপ্রমাণ সংযুক্ত রয়েছে। স্পেশাল ডিজিপি মুন্না প্রসাদ গুপ্তার নেতৃত্বাধীন SIT ট্যাঙ্কারে করে বিপুল নথিপত্র আদালতে পেশ করে।
উল্লেখ্য, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বিধানসভায় আগেই মন্তব্য করেছিলেন—জুবিন গর্গের মৃত্যু দুর্ঘটনা নয়, এটি খুন। SIT-এর চার্জশিটেও সেই ইঙ্গিতই দেওয়া হয়েছে। জুবিনের মৃত্যুর তিন মাস পূর্ণ হওয়ার আগেই চার্জশিট জমা পড়ায় মুখ্যমন্ত্রী বলেন, “জনগণকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা রক্ষা করা হল। নির্ধারিত সময়ের মধ্যেই SIT চার্জশিট দাখিল করেছে। ন্যায়বিচারের পথে এটি একটি বড় পদক্ষেপ।”
চার্জশিটে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল-এর যুগ্ম আহ্বায়ক শ্যামকানো মহন্ত, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, শিল্পী শেখর জ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভা মহন্ত-সহ একাধিক জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি, জুবিনের মৃত্যুর ঘটনায় আরও তিনজন বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। ধৃত দুই দেহরক্ষীর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের ধারা প্রয়োগ করা হয়েছে। এছাড়াও বরখাস্ত হওয়া অসম পুলিশের এক আধিকারিক এবং জুবিনের ভাই সন্দীপন গর্গের বিরুদ্ধেও অভিযোগের উল্লেখ রয়েছে।
উল্লেখযোগ্যভাবে, গত সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে জুবিন গর্গের মৃত্যু হয়। যদিও সিঙ্গাপুর পুলিশ ময়নাতদন্তের পর জানিয়েছিল, জলে ডুবে মৃত্যু হয়েছে গায়কের এবং খুনের কোনও সম্ভাবনার কথা তারা উল্লেখ করেনি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন