এসআইআর এর বিরোধিতায় তৃণমূল এসসি ওবিসি সেলের ডাকে আমবাড়িতে অনুষ্ঠিত হল প্রতিবাদ মিছিল
রাজগঞ্জ:এসআইআর এর বিরোধিতায় তৃণমূল এসসি ওবিসি সেলের ডাকে আমবাড়িতে অনুষ্ঠিত হল প্রতিবাদ মিছিল।
খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই এসআইআর নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হওয়ায় এদিনের কর্মসূচিতে যোগ দেন প্রায় দুই হাজার মানুষের সমাবেশ। মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ দাসসহ জেলা ও ব্লক নেতৃত্ব।
এ দিন কৃষ্ণ দাসের সাপোর্টেরা কৃষ্ণ দাসের জন্মদিন পালন করেন একই মঞ্চে।
মিছিল শেষে আমবাড়ির তারঘেরা মাঠে আয়োজিত জনসভায় কৃষ্ণ দাস অভিযোগ করেন, এসআইআর-এর আড়ালে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। তাঁর আশঙ্কা, খসড়া তালিকায় মতুয়া, রাজবংশী সহ হিন্দু সম্প্রদায়ের বহু যোগ্য ভোটারের নাম বাদ পড়তে পারে। বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আসা মানুষজন এ দেশেও এসআইআর-এর মাধ্যমে অত্যাচারের শিকার হচ্ছেন বলেও অভিযোগ তোলেন তিনি।
নির্বাচন কমিশন ও বিজেপিকে কড়া ভাষায় নিশানা করে তৃণমূল নেতা স্পষ্ট হুঁশিয়ারি দেন, ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর যদি দেখা যায় যোগ্য ভোটারদের নাম বাদ পড়েছে, তাহলে মানুষ সংবিধান হাতে রাস্তায় নেমে আন্দোলনে যোগ দেবেন। নেপালের সাম্প্রতিক ‘জেন-জি আন্দোলন’ এর প্রসঙ্গ টেনে তিনি কেন্দ্রীয় সরকারের প্রতিও পরোক্ষ হুঁশিয়ারি ছুড়ে দেন। তাঁর দাবি, নেপালে মানুষের আন্দোলনের জেরে নেতা মন্ত্রীরা প্লেনে ঝুলে পালাতে বাধ্য হয়েছেন ভারতেও মানুষ আন্দোলনে নামলে ফল ভাল হবে না।