সব ফোনে বাধ্যতামূলক ‘সঞ্চার সাথী’! নির্মাতাদের কড়া নির্দেশ কেন্দ্রের



ডিজিটাল ডেস্ক: দেশের প্রতিটি নাগরিকের হাতে থাকা নতুন স্মার্টফোনে বাধ্যতামূলকভাবে থাকতে চলেছে কেন্দ্রের টেলি যোগাযোগ বিভাগের (DoT) তৈরি ‘সঞ্চার সাথী’ অ্যাপ। সাইবার প্রতারণা রোধ, টেলিকম সাইবার নিরাপত্তা জোরদার এবং ভুয়ো বা ডুপ্লিকেট IMEI ব্যবহারকারী ডিভাইসের সমস্যা মোকাবিলায় এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।
DoT–এর নির্দেশ অনুসারে, দেশের সকল মোবাইল ফোন নির্মাতাকে জানানো হয়েছে যে আগামী দিনে বাজারে আসা প্রতিটি নতুন ডিভাইসেই ‘সঞ্চার সাথী’ অ্যাপ প্রি-ইনস্টল রাখতে হবে। শুধু তাই নয়, ডিভাইস প্রথমবার সেটআপ করার সময় অ্যাপটি ব্যবহারকারীর কাছে দৃশ্যমান, সক্রিয় এবং পুরোপুরি কার্যকর থাকতে হবে। কোনওভাবেই অ্যাপটির ফিচার লুকানো, নিষ্ক্রিয় (disable) বা ব্লক করে রাখা যাবে না।
কেন্দ্রের দাবি, ‘সঞ্চার সাথী’ সক্রিয় থাকলে ব্যবহারকারীরা সহজেই নিজেদের নম্বরের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন, সন্দেহজনক সিম সংযোগ বা অপব্যবহার চিহ্নিত করতে পারবেন এবং সাইবার প্রতারণা কমবে। একই সঙ্গে ভুয়ো IMEI–র কারণে যে ধরনের অপরাধ বাড়ছে, সেগুলির মোকাবিলায়ও অ্যাপটি কার্যকর ভূমিকা নেবে বলে মনে করছে DoT।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন