শিকারপুর চা বাগানে চিতা বাঘের আতঙ্ক, গরু খেয়ে পালাল বাঘ
সংবাদদাতা, রাজগঞ্জ: জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর চা বাগানের চার নম্বর লাইনে ফের চিতা বাঘের আতঙ্ক। শুক্রবার সকালে কাজে যাওয়া শ্রমিকরা বাগানের ড্রেনে একটি গরুর দেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, সেই সময়ই বাগানের দিক থেকে একটি চিতা বাঘ দৌড়ে পালিয়ে যায়।
খবর পেয়ে বেলাকোবা আউটপোস্টের পুলিশ ও বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।
গরুর মালিক বিনা ধবি জানান, সকালে গরুটি মাঠে বেঁধে কাজে যাচ্ছিলেন। কিছুক্ষণ পরই শুনতে পান, তার গরুটিকে চিতা বাঘে টেনে নিয়ে গিয়ে খেয়ে ফেলেছে।
বাগানের শ্রমিক অমিত ওরাও এবং বিনোদ ওরাও বলেন, “কয়েকদিন ধরেই বাগানের ভেতরে চিতা বাঘ ঘোরাফেরা করছে। বাড়িঘর সব বাগানের ভিতরেই। ছোট বাচ্চারা রয়েছে। এই অবস্থায় কাজে নামা দুঃসাহসিক হয়ে উঠেছে। দ্রুত বাঘটিকে ধরার ব্যবস্থা করতে হবে।”
স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে ব্যবস্থা না নিলে বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে।