সলমন খান পানমশলা বিজ্ঞাপন নিয়ে আইনি জটিলতায়


উওর বাংলা ডিজিটাল ডেস্ক: বলিউড সুপারস্টার সলমন খানকে নিয়ে নতুন আইনি বিতর্কে উত্তপ্ত রাজস্থান। সম্প্রতি রাজস্থানের ক্রেতা সুরক্ষা আদালতে অভিযোগ দায়ের করেছেন প্রবীণ বিজেপি নেতা ও রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দ্রমোহন সিংহ হানি। অভিযোগে বলা হয়েছে, সলমন খান পানমশলার বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে তরুণ প্রজন্মের উপর প্রভাব ফেলছেন এবং স্বাস্থ্যঝুঁকিসহ বিভ্রান্তি ছড়াচ্ছেন।
অভিযোগে বলা হয়েছে, “বিজ্ঞাপনে দাবি করা হয়েছে এটি কেশরে ভরপুর পানমশলা। কিন্তু ১ কেজি কেশরের দাম যেখানে চার লাখ টাকা, সেখানে মাত্র ৫ টাকায় এই পানমশলার প্যাকেট বিক্রি হচ্ছে। সলমন জনসাধারণকে বিভ্রান্ত করছেন। তাছাড়া গুটখা জাতীয় দ্রব্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।”
সলমনের আইনজীবী আশীষ দুবে আদালতে জানিয়েছেন, “এটি কনজিউমার কমিশনের আওতায় পড়ে না। সলমন নিজে এই পণ্যের প্রস্তুতকারক বা সেবাদাতা নন। এছাড়া সলমন গুটখা বা পানমশলা বিজ্ঞাপনও করেন না। বিজ্ঞাপনে যে উপাদান ব্যবহার হয়েছে, তা রূপোলি রাংতায় মোড়া এলাচ, যা গুটখা জাতীয় দ্রব্যের আওতায় পড়ে না। সুতরাং মামলা ভিত্তিহীন।”
অন্যদিকে মামলাকারী বিজেপি নেতার আইনজীবী দাবি করেছেন, আদালতের নথিপত্রে সলমনের স্বাক্ষর নিজস্ব নয়। তাই পরবর্তী শুনানিতে আদালত যেন সলমনকে সশরীরে হাজির থাকার নির্দেশ দেন।
এই মামলার পরিপ্রেক্ষিতে বলিউডে তারকাদের গুটখা বা পানমশলা বিজ্ঞাপনে জড়ানো নিয়ে বিতর্কের তালিকায় এবার নাম যুক্ত হলো সলমনের। এর আগে অক্ষয় কুমার ও অজয় দেবগনও একই ধরনের আইনি সমস্যার মুখোমুখি হয়েছিলেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন