অন্ধকারে ‘লেপার্ড’ আতঙ্ক! ঘরের কোণ থেকে উদ্ধার বনবিড়াল, মাটিয়ালিতে চাঞ্চল্য


জলপাইগুড়ি: রাতের অন্ধকারে ঘরের কোণে লুকিয়ে বসে থাকা একটি বনবিড়ালকে লেপার্ড ভেবে তীব্র আতঙ্ক ছড়াল মাটিয়ালি ব্লকের উত্তর ধূপঝোরা হাকিমুদ্দিন পাড়ায়। শুক্রবার রাতে এলাকার বাসিন্দা বুলবুল ইসলামের বাড়ির সদস্যরা প্রথমে ঘরের ভিতরে জন্তুটিকে দেখতে পান। এলাকায় এর আগে একাধিকবার লেপার্ড দেখা যাওয়ায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিক। বাড়ির সামনে জমে যায় কৌতূহলী মানুষের ভিড়।
ঘটনার খবর পেয়ে পৌঁছন পরিবেশকর্মী সাবুল হক। তিনি বন দপ্তরের খুনিয়া স্কোয়াডকে বিষয়টি জানান। পরে স্কোয়াডের কর্মীরা দীর্ঘ চেষ্টার পর ঘরের কোণ থেকে জন্তুটিকে নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধারের পরই স্পষ্ট হয়—যাকে লেপার্ড ভেবে এত আতঙ্ক, সেটি আসলে একটি বনবিড়াল। বনবিড়াল উদ্ধার হওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকার বাসিন্দারা।
উল্লেখ্য, গরুমারা সংলগ্ন হওয়ায় এই অঞ্চল দিয়ে প্রায়ই বন্যপ্রাণীর আনাগোনা লক্ষ্য করা যায়। সম্প্রতি হাতির দলও ঢুকে পড়ছে গ্রামে। উদ্ধার হওয়া বনবিড়ালটিকে লাটাগুড়ি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে পাঠানো হবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন