বিধানসভা ভোটের আগে রাজ্যে বড়সড় পুলিশ রদবদল
উত্তর বাংলা ডিজিটাল ডেস্ক: বিধানসভা ভোটের আগে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ করল নবান্ন। বড়সড় রদবদল হল রাজ্য পুলিশের একাধিক দায়িত্বশীল পদে। স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, বদলি হওয়া সব অফিসারই অবিলম্বে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন।
গুরুত্বপূর্ণ বদলি
ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিত্ সিনহা-কে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
বাঁকুড়ার এসপি বৈভব তিওয়ারি হচ্ছেন পুরুলিয়ার নতুন এসপি।
পুরুলিয়ার এসপি অভিজিত্ বন্দ্যোপাধ্যায় দায়িত্ব পেলেন মালদার এসপি হিসেবে।
মালদার এসপি প্রদীপকুমার যাদবকে পাঠানো হয়েছে উত্তর দিনাজপুরের এসপি (ট্র্যাফিক) পদে।
আলিপুরদুয়ারের এসপি ওয়াই রঘুবংশী হচ্ছেন জলপাইগুড়ির নতুন এসপি।
তাঁর জায়গায় আলিপুরদুয়ারের নতুন এসপি হলেন খাণ্ডওয়ালে উমেশ গণপত।
ইন্টেলিজেন্স ব্রাঞ্চে বড় রদবদল
ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কর্মকর্তা সচিন-কে পাঠানো হয়েছে বিধাননগর কমিশনারেটের নিউটাউন বিভাগের ডিসি হিসেবে।
পশ্চিম মেদিনীপুরের এসপি ধৃতিমান সরকার দায়িত্ব পেলেন এসএস, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ পদে।
মহম্মদ সানা আখতার হচ্ছেন আসানসোল–দুর্গাপুর কমিশনারেটের ওয়েস্ট জোনের ডিসি।
আরও যাঁরা বদলি হলেন
সোনাওয়ানে কুলদীপ সুরেশ — রায়গঞ্জের নতুন এসপি
সৌম্যদীপ ভট্টাচার্য — বাঁকুড়ার নতুন এসপি
মানব সিংলা — ঝাড়গ্রামের নতুন এসপি
পলাশ চন্দ্র ঢালি — পশ্চিম মেদিনীপুরের এসপি
শুভেন্দ্র কুমার — বারুইপুর জেলার এসপি
কোন জেলাগুলিতে বেশি গুরুত্ব?
এই রদবদলে বিশেষ নজর দেওয়া হয়েছে আলিপুরদুয়ার, মালদা, কোচবিহার, ডায়মন্ড হারবার, বীরভূম, দক্ষিণ দিনাজপুর ও মেদিনীপুরে।
ডায়মন্ড হারবারে কর্মরত মিতুন দে-কে বদলি করে করা হয়েছে পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার।
বিধানসভা ভোটের আগে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের রদবদলকে প্রশাসনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।