শিলিগুড়ি ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি।নিজে দাঁড়িয়ে জল নিকাশের ব্যবস্থা করলেন


শিলিগুড়ি, পবিত্র রায় : আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী   উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় নিম্নচাপ সারাদিনই প্রায় বিভিন্ন এলাকায় হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি I সন্ধার পরে হঠাৎ ভারী বৃষ্টির ফলে  শিলিগুড়ি ২১ নাম্বার ওয়ার্ডের দাস পাড়াতে ড্রেনের জল রাস্তায় চলে  আসায় ২১ নাম্বার ওয়ার্ডের যাতায়াতের অসুবিধা হচ্ছিল , সেই খবর পেয়ে পৌর নিগমের সদস্য অর্থাৎ কাউন্সিলর কুন্তল রায় নিজে দাড়িয়ে থেকে ড্রেন পরিষ্কার করিয়ে রাস্তার নোংরা জল  নামাবার বেবস্তা করে দেন I তার এই মতই উদ্যোগে এলাকাবাসী খুব খুশি I

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন