বিঘার পর বিঘা চাষের জমি চাষ আবাদ সহ চলে যাচ্ছে নদীগর্ভে।



কোচবিহার , সনৎ বর্মন  : বিঘার পর বিঘা চাষের জমি চাষ আবাদ সহ চলে যাচ্ছে নদীগর্ভে। হুশ নেই প্রশাসনিক আধীকারীক দের এমনটাই দাবী করলেন,  রুহিতন বিবি, মেঘজান বিবি, আকলিমা বিবির মতো চাষাবাদ করে মাঠে ঘাটে খেটে খাওয়া চাষীরা। বিভিন্ন দপ্তরে স্মারকলিপী জমা দেওয়ার পরও কোনো রকম সুরাহা না মেলায় অবশেষে নিজেদের ভবিষ্যতের কথা এবং গোটা গ্রামের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেদের উদ্দ্যোগে নদী ভাঙন প্রতিরোধ করতে নিজেরাই ভাঙন রোধের কাজে যুক্ত হলেন। এবং প্রকাশ্যে প্রশাসনিক আধীকারীকদের উপরে এক গ্রাস ক্ষোভ উগরে দিলেন স্হানীয় বাসীন্দারা। ঘটনাটি তুফানগঞ্জ ২ নং ব্লকের অন্তর্গত বক্সিরহাটের শঙ্কোশ নদী ভানুকুমারী ১ নং গ্রামপঞ্চায়েতের ১০১ নং বুথের। এই বিষয়ে তুফানগঞ্জ ২ নং ব্লক আধীকারীক প্রসেনজীত কুন্ডু জানান, বিষয়টি আমার নজরে রয়েছে আমি আমার উর্ধতম কতৃপক্ষের কাছে জানিয়েছি। খুব দ্রুত সমস্যার সমাধান হবে বলে জানান।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন