সিপিআইএমের নির্বাচন কমিটি গঠন হল রাজগঞ্জ ব্লকে


রাজগঞ্জ, পবিত্র রায় : রাজগঞ্জ ব্লক এর সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের নির্বাচন কমিটি গঠন হলো বৃহস্পতিবার কৃষক সভার সম্পাদক সৈকত আলীর উদ্যোগে I

২৩ জনকে নিয়ে এই কমিটি গঠন করেন।


কমিটি গঠনের অনুষ্ঠানটি হয়েছে পাগলারহাট জামাদারগজ বোর্ড হাই স্কুলে I


কৃষক সভার সম্পাদক তথা সিপিআইএম পঞ্চায়েত সদস্য সৈকত আলী জানিয়েছেন সামনেই পঞ্চায়েত নির্বাচন ,সেই  নির্বাচনকে পাখির চোখ করে আজ এই কমিটি গঠন করা হয়I 

 প্রত্যেককেই গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয়েছে। যেভাবে শাসকদলের একের একের পর এক দুর্নীতির সামনে আসছে I

সেই দিকে লক্ষ্য রেখে রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের স্বার্থে রাজগঞ্জ ব্লকের ২৩ জন কমরেডকে গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয়েছে  

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন