Suvendu: শুভেন্দু অধিকারীর কনভয়ে ট্রাকের ধাক্কা,ট্রাকের ড্রাইভার পলাতক
শুক্রবার দুপুরে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল। আচমকা ওই কনভয়ে থাকা গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। মারিশদা থানার দুরমুটের কাছে ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনা ঘটনার পরই ট্রাক সমেত চালক পলাতক।
দুপুর দেড়টা নাগাদ কাঁথির বাড়ি থেকে তমলুক যাওয়ার পথে দুরমুটের কাছে শুভেন্দুর অধিকারীর কনভয়কে ধাক্কা মারে ট্রাকটি। ছবিতে দেখা যাচ্ছে, নীল বাতি লাগানো একটি গাড়ির একটা দিক দুমড়ে মুচড়ে গিয়েছে।