হিলি সীমান্ত শিখা ক্লাব খুঁটি পূজার মাধ্যমে শারদ উৎসব ২০২২ এর শুভ সূচনা করল
বিদ্যুৎ কুমার মাহাত,হিলি:হিলি সীমান্ত শিখা ক্লাবের শ্রী শ্রী দুর্গোৎসবের খুঁটি পূজার সূচনা হলো আজ। দীর্ঘদিন ধরেই জেলার অন্যতম শ্রেষ্ঠ পূজো হিসেবে পরিগণিত হয় হিলি সীমানা ক্লাবের দুর্গাপূজা। এবারও তার কোন রকম ব্যতিক্রম হবে না বলেই জানিয়েছেন উদ্যোক্তারা।
আজ রথযাত্রার দিনে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত শিখা ক্লাব খুঁটি পুজোর মাধ্যমে শ্রী শ্রী শারদীয়া দুর্গোৎসবের ২০২২ এর সূচনা হলো ।এবার 57 তম বর্ষে পা দিয়েছে এই পুজো। এই পুজোয় এবার থাকছে নানান ধরনের চমক ও জনসেবামূলক কাজকর্মসহ নানান আকর্ষণীয় অনুষ্ঠান । করোনার কারণে গত দু'বছর সেরকম হবে মানুষের ঢল দেখা না গেলেও এবার ব্যাপক পরিমাণে মানুষের ভিড় হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।