ছোট দলদলি থেকে সাপ উদ্ধার ।
তুষার কান্তি বর্মন, আলিপুরদুয়ার, কামাখ্যাগুড়ি- ১ লা জুলাই আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ির খোয়ারডাঙ্গা ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট দলদলি থেকে একটি দাড়াশ সাপ উদ্ধার করল স্পোরের সদস্য রতন আচার্য্য ও কেভিও এর সদস্য উজ্জল অধিকারী । জানা যায়, ছোট দলদলি নিবাসী ফরেন্দ্র দাস নামে ঐ ব্যক্তির বাড়ির ঠাকুর ঘর থেকে সাপটিকে উদ্ধার করা হয়। সাপটি লম্বায় প্রায় ৮ ফুট। সাপ উদ্ধার করা দেখার জন্য আজ ওই বাড়িতে অনেক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এরপর স্পোরের সদস্য রতন আচার্য ও কেভিও সদস্য উজ্জ্বল অধিকারী সাপটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।