বামফ্রন্টের ডেপুটেশন কর্মসূচীকে কেন্দ্র করে উওেজনা মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েত।
মানিকচক: সিপিআইএমের ডেপুটেশন কর্মসূচীকে কেন্দ্র করে ধমধুমার পরিস্থিতি।গ্রাম পঞ্চায়েত চত্বরে সিপিআইএম কর্মীদের ঢুকতে বাঁধা দিলে ধস্তাধস্তিতে জরিয়ে পরে বামফ্রন্ট এবং পুলিশ কর্মীরা।
বামফ্রন্টের তরফে ডেপুটেশন কর্মসূচী গ্রহণ করে মানিকচক লোকাল এরিয়া বামফ্রন্ট নেতৃত্ব।বুধবার বিকাল নাগাদ খোয়ারতোলা বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল করে মানিকচকের তৃণমূল পরিচালিত নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের সামনে হাজির হয়।গ্রাম পঞ্চায়েত চত্বরে বামফ্রন্ট কর্মীদের ঢুকতে বাঁধা দিলে উওেজনার সৃষ্টি হয়।মানিকচক থানার পুলিশ কর্মীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে।
মূলত,বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি।নাজিরপুর এলাকার হাহাজান ঘাটের উপর সেতু নির্মান সহ মোট ১৮ দফা দাবিতে নিয়ে একটি ডেপুটেশন পএ তুলে দেওয়া নাজিরপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের হাতে।এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন মালদা জেলা শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক দেবজ্যেতি সিনহা,মহিলা সমিতি নেএী রত্না ভট্টাচার্য,শ্যামল বসাক,আভা ঠাকুর,অমিত ঝা সহ বামফ্রন্ট নেতৃত্ব।
এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বামফ্রন্ট নেতৃত্ব।