মুখ্যমন্ত্রী গ্রেপ্তারের দাবিতে দুর্নীতির প্রতিবাদে সিপিএমের অভিনব মিছিল
নুর আইন, মালদা,২৫ জুলাই:বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের দাবিতে এবং দুর্নীতি নেতা-মন্ত্রীদের দৃষ্টান্তমূলক শাস্তি র দাবিতে আজ হরিশ্চন্দ্রপুর জুড়ে এক অভিনব প্রতিবাদ মিছিলের আয়োজন করলো হরিশ্চন্দ্রপুর সিপিএমের কর্মী সমর্থকরা। এদিন মিছিলে এক কর্মীকে গ্রেপ্তার হওয়া প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুকরণে সাজিয়ে কোমরে দড়ি বেঁধে সিবিআই ইডি অফিসার সেজে দুই সিপিআইএম কর্মী মিছিলের সামনে থেকে গোটা হরিশ্চন্দ্রপুর পরিক্রমা করে। এরপরে হরিশ্চন্দ্রপুর শহীদ মোড়ে অভিযুক্ত শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল দাহ করা হয়। এদিন এই অভিনব বিক্ষোভ মিছিলটি হরিশ্চন্দ্রপুর শহীদ মোড় থেকে শুরু হয়ে গোপাল কেডিয়া মোড় রেলস্টেশন হয়ে থানার সামনে এসে শেষ হয়। সিপিএমের অভিনব এই প্রতিবাদ মিছিলে এলাকার কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এ দিনের এই মিছিলের শেষে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় হরিশ্চন্দ্রপুর শহীদ মোর এলাকায়।
এদিনের এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস, জেলা সম্পাদক মন্ডলী সদস্য আরজাউল হক প্রমুখ।
এদিন বিক্ষোভ মিছিল সম্বন্ধে জামিল ফেরদৌস জানান বিগত ১১ বছর ধরে তৃণমূল সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একের পর এক দুর্নীতি ঘটনার সামনে আসছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমানে শিল্পমন্ত্রী আর্থিক লেনদেন ও দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছেন। যা রাজ্যের ইতিহাসে নজিরবিহীন। আমরা অবিলম্বে এই দুর্নীতি পরায়ণ মুখ্যমন্ত্রী ও গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
জেলা সম্পাদক মন্ডলী সদস্য আরজাউল হক জানান এরা বিগত কয়েক বছরে বেকার যুবক যুবতীদের নিয়ে ছিনিমিনি খেলেচছে।এখন জনতা এদের সঙ্গে খেলবে।