আছমার স্বামী জানায় আমার বউকে ফিরিয়ে চাই।
কোচবিহার ,সনৎ বর্মন : পুন্ডিবাড়ি সাজের পাড় ঘোড়ামারা এলাকায় এক গৃহবধূ পালিয়ে গেল মুর্শিদাবাদে এক যুবকের সাথে। খবর সূত্র মারফত জানা যায় তার দুটো সন্তান রয়েছে। ছেলের বয়স ১২ এবং মেয়ের ৮ আট বছর। গৃহবধূর নাম আছমা খাতুন স্বামীর নাম ইমামুদ্দিন মিয়া।
জানা যায় যে গৃহবধূ পালিয়ে যায় ২৪ শে জুলাই এ গৃহবধূর স্বামী পুন্ডিবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে আছমার স্বামী জানায় আমার বউকে ফিরিয়ে চাই।