আইসক্রিম বিক্রেতার মেয়ে,ফুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানঅধিকার করল


শিলিগুড়ি ৩ জুনঃ আইসক্রিম বিক্রেতার মেয়ের মাধ্যমিকের প্রাপ্ত নম্বর ৫৯৯,
 গ্রামে ঘুরে  আইসক্রিম বিক্রি করে দুই মেয়েকে পড়াশুনা করায় কল্পনা রায়ের বাবা গোপাল রায়। বড় মেয়ে কল্পনা রায় ফুলবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দেয়l শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার পরেই কল্পনা রায় জানতে পারেন তার প্রাপ্ত নম্বর ৫৯৯ এবং ফুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করে সে।এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামে খুশির হাওয়া। শিলিগুড়ি শহর সংলগ্ন রাজগঞ্জ ব্লকের  বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত  ভুটকি সেল্টার বাড়ি গ্রামের বাসিন্দা গোপাল রায়।
 বাঁশের বেরা দেওয়া টিনের বাড়িতে বসবাস করে আইসক্রিম বিক্রি করে কোনরকম ভাবে সংসার চালিয়ে মেদের পড়াশুনার খরচ বহন করে গোপাল বাবু। কোনো ছেলে নেই তার।মেয়েরাই তার ভবিষ্যত বলে জানান কল্পনার বাবা গোপাল রায়।মেয়ের এই সাফল্যে খুশি বাবা ও মা। কল্পনা জানায় এত নম্বর পাবো আশা করিনি আর্থিক অনটনের কারণে ভালো করে টিউশন পড়তে পারি না।ভবিষ্যতে  বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছা কল্পনার।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন