সাইকেল দিবস পালন।
পার্থ ঝা,মালদহ,আজ ৩ রা জুন:বিশ্ব বাইসাইকেল দিবস। এই দিবসকে সামনে রেখে ভারত সরকারের অধীনস্থ যুব ও ক্রীড়া দপ্তর নেহেরু যুব কেন্দ্র ও নমামি গঙ্গার তত্ত্বাবধানে বিশ্ব বাইসাইকেল ডে উদযাপন করা হল ইংলিশ বাজার ব্লকে। উপস্থিত ছিলেন ইংলিশবাজার গ্রাম উন্নয়ন সমেতির সম্পাদক নজরুল ইসলাম, নমামি গঙ্গার ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার সুব্রত দাস, সাতঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্যপ্রতাপ মন্ডল ও প্রধান শফিকুল হক এবং দশটি গ্রামের যুবক যুবতী।
১২৫ জন সাইকেল চালককে নিয়ে সাতঘরিয়ার স্কুল সংলগ্ন মাঠ থেকে বুদিয়া গ্রাম পঞ্চায়েতের বুধীয়া গ্রাম পঞ্চায়েত সাতঘরিয়া গ্রাম পঞ্চায়েতের কমপক্ষে ৮-১০ টাগ্রামের উপর দিয়ে বাইসাইকেল রালি করা হয়। এই রালীর মধ্য দিয়ে জনসাধারণকে বার্তা দিলেন যে সাইকেল আমাদের পরিবেশবান্ধব এটি পরিবেশ দূষণ করে না এবং সাইকেল চালালে শরীরের ব্যায়াম হয় ও রক্তচাপ, ফুসফুস জনিত রোগের হাত থেকে রক্ষা করে।