মাধ্যমিকে জয়জয়কার জলপাইগুড়ির তিন জন বধির ছাত্র ছাত্রী



জলপাইগুড়ি, ৩রা জুন :- এবছর মাধ্যমিক ২০২২ এর ৭৯দিন পর ফলপ্রকাশ হয়। আমাদের জলপাইগুড়ি জেলা বধির অ্যাসোসিয়েশন এর তিন জন সদস্য অপর্ণা চক্রবর্তী, মৌসুমী রায় ও প্রত্যুষ ভট্টাচার্য এবছর মাধ্যমিক পাস করলেন। জলপাইগুড়ি দেশবন্ধুনগর হাই স্কুলের ছাত্রী অপর্ণা (১৯০), রানীনগর রবীন্দ্রনাথ হাই স্কুলের ছাত্রী মৌসুমী রায় (১৮৯) এবং জলপাইগুড়ি জিলা স্কুলের ছাত্র প্রত্যুষ (১৯৬) নম্বর পেয়ে সবাই পাস করেছে। আমরা তিন জনের ছাত্র ছাত্রীর জন্য খুব গর্বিত ও অভিনন্দন জানিয়েছেন। মাধ্যমিক ফলপ্রকাশের জন্য একথা জানিয়েছেন সভাপতি  শ্বাশ্বতী গুহ রায়, সাধারণ সম্পাদিকা রিংকি কর সহ সকল প্রমুখ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন