রাজগঞ্জ কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান


 ৩ জুনঃ রাজগঞ্জ কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রদীপ প্রজনন করে এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তাকে সহযোগিতা করেন রাজগঞ্জ কলেজের সভাপতি তথা জলপাইগুড়ি ডিপিএসসির চেয়ারম্যান লৈক্ষ মোহন রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়গঞ্জ কলেজের অধ্যক্ষ হরপ্রসাদ মিশ্র মেহেবুব আলম প্রমুখ। 
      রাজগঞ্জ কলেজ এর পক্ষ থেকে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাতে রাজগঞ্জ কলেজ এর পরিকাঠামো উন্নয়ন এর জন্য আবেদন পত্র তুলে দেন রাজগঞ্জ কলেজ এর অধ্যক্ষ হরপ্রসাদ মিশ্র। রাজগঞ্জ কলেজ এর অধ্যক্ষ তার ভাষণে বলেন রাজগঞ্জ কলেজে প্রায় তিন হাজার ছাত্র-ছাত্রী রয়েছে। কিন্তু তাদের পঠন-পাঠন দেওয়ার জন্য মাত্র ১০ টি শ্রেণী কক্ষ রয়েছে। তিনি বলেন রাজগঞ্জ কলেজে বেশ কয়েকটি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। আগামী দিনে বাকি বিষয়গুলিতেও অনার্স কোর্স চালু করার চেষ্টা তারা চালাচ্ছেন। সেই জন্য আরো শ্রেণিকক্ষের প্রয়োজন। কলেজের আবেদন প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন তিনি এই কলেজের উন্নয়ন করতে আগ্রহী। ছাত্র-ছাত্রীরা যাতে বসার সুযোগ পায় সেই চেষ্টা করবেন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন