মাধ্যমিকে 653 নাম্বার পেয়ে গোয়ালপোখর ব্লকে প্রথম হলো সাহাপুরের সোলপারা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী প্রভাতী বিশ্বাস
উত্তর দিনাজপুর:মাধ্যমিকে 653 নাম্বার পেয়ে গোয়ালপোখর ব্লকে প্রথম হলো সাহাপুরের সোলপারা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী প্রভাতী বিশ্বাস ।
উত্তর দিনাজপুর জেলার গোয়ালপখর 1 নম্বর ব্লকের অন্তর্গত সাহাপুর এলাকার প্রভাতী বিশ্বাস এবারের মাধ্যমিকে ব্লকের মধ্যে প্রথম স্থান দখল করেছে। প্রভাতী সোলপাড়া হাই স্কুলের ছাত্রী। অনলাইনে ফলাফল ঘোষণার পরে প্রভাতী জানতে পারে সে মাধ্যমিকে 653 নম্বর পেয়েছেন এবং ব্লকের প্রথম স্থান পেয়েছে। আর সেই খবর শুনতেই খুশিতে আপ্লুত প্রভাতী বিশ্বাস ও তার পরিবারের সদস্যদের পাসপাশি গোটা এলাকার মানুষজন । শুক্রবার সন্ধ্যায় তাকে মিষ্টি মুখ করে সাংবর্ধনা জানালেন বাবা মায়ের পাসপাশি এলাকার মানুষজন । প্রভাতী বিশ্বাস জানিয়েছে আমার সাফল্য তে মা, বাবার এবং স্কুলের শিক্ষকদের অনেকটায় সহযোগিতা রয়েছে । আমি সবাই কে ধন্যবাদ জানাই এবং পরীক্ষার পর আমি যেমন রেজাল্ট আশা করিছিলাম আমার আশা মতোই রেজাল্ট হয়েছে আর এতে আমি খুব খুশি । আগামী তে আমার সায়েন্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে । আমি ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই ।