দর্শনার্থীদের জন্য খুলতে চলেছে বেলুড় মঠ,
বেলুড় মঠ: দর্শনার্থীদের জন্য খুলে যাচ্ছে বেলুড় মঠ। ২৩ ফেব্রুয়ারি থেকে বেলুড়ে প্রবেশ করতে পারবেন সকলেই। সময়সামী বেঁধে দেওয়া হয়েছে । পরিস্থিতি বিবেচনা করে এবার দর্শনার্থীদের জন্য বেলুড় মঠ খোলার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
সূত্রে জানা গিয়েছে, ২৩ ফেব্রুয়ারি থেকে খুলবে বেলুড়। আপাতত সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত ও বিকেলে ৩ টে থেকে ৫ টা পর্যন্ত যেতে পারবেন বেলুড় মঠে। তবে আপাতত দেখা যাবে না আরতি। প্রসাদ বিতরণও হবে না ।
আগামী ৪ মার্চ রামকৃষ্ণদেবের জন্মতিথি। ওই দিনে দর্শনার্থীদের প্রবেশের সময়সীমা বাড়ানো হবে বলে খবর। ওইদিন প্রসাদও বিতরণ করা হবে বলে ।
বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক।