ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রী আহত হওয়ার ঘটনায় উত্তেজনা মহিষাদলে
মহিষাদলঃ সাইকেল নিয়ে স্কুল যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছে এক স্কুল ছাত্রী। শনিবার সকাল ১০ টা নাগাদ ঘটনাটি ঘটেছে মহিষাদলের মহিষাদল - গেঁওখালী রাজ্য সড়কে মহিষাদল গার্লস কলেজের সামনে।
আহত ছাত্রীর নাম সায়ন্তনী বেরা, সপ্তম শ্রেণীর, মহিষাদল গয়েশ্বরী গার্লস হাই স্কুলের ছাত্রী। বাড়ি থেকে সাইকেল নিয়ে স্কুল যাওয়ার সময় পেছন দিক থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়।
পরে স্থানীয় মানুষ গাড়ি আটকে ভাঙ্গচুর চালায়। উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ এসে পরিস্থি নিয়ন্ত্রনে আনার চেস্টা করছে। এলাকায় উত্তেজনা রয়েছে।